জেলা

পূর্ণ্যার্থীদের জন্য শ্রাবণ মাসজুড়ে স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে এবং অনুষ্ঠানে অংশ নিতে প্রধানত শ্রাবণ মাসে (জুলাই – অগাস্ট ) তারকেশ্বর এ  ভিড় করে শ্রাবণী মেলায়। বিশেষ করে সোমবার দিন শিব ঠাকুরের আরাধনায় তারকেশ্বর এ ভক্তের সমাগম বেশি তাই পূর্ব রেলওয়ে ভক্তের মনোকামনা পূর্ণ করার জন্য  রবিবার, সোমবার  ও ছুটির দিনগুলিতে  কিছু স্পেশ্যাল লোকাল চালাচ্ছে। এছাড়া ট্রেনগুলি একদিকে যেমন  হাওড়া থেকে তারকেশ্বর যাবে তেমনি  যে সমস্ত পূর্ণ্যার্থীরা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যেতে চান তাঁদের কথা ভেবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। এই ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি তারকেশ্বরের  শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনে অতিরিক্ত পরিষেবা হিসেবে চলবে, অর্থাৎ ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ এবং ১৯.০৮.২০২৪। শেওড়াফুলি  ও তারকেশ্বরের  মধ্যে ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছবে। উল্টো পথে, তারকেশ্বর  থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছবে। এবং পূণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ ছেড়ে তারকেশ্বর  এ  সকাল ০৫:৩৫ ও বিকাল ১৪:২০-এ পৌঁছবে। একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ ও রাত ২১:১৭-এ ছেড়ে হাওড়ায় দুপুর ১২:৩০ ও রাত ২২:৪৫-এ পৌঁছবে।