বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজের সার্ভার ডাউন, ব্যাহত বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা

সকাল থেকে চূড়ান্ত ভোগান্তি উইন্ডোজ ইউজারদের। কম্পিউটার খুললেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে নীল পর্দা। সেখানে বলা হচ্ছে, কম্পিউটার বা ল্যাপটপ আপডেট নিচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও কাজ করছে না তাঁদের ডিভাইস। বিশ্বজুড়ে মাইক্রোসফটের এই বিভ্রাটের জেরে ব্যাহত হচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা। উইন্ডোজ জানিয়েছে, ক্রাউডস্ট্রাইক আপডেট হওয়ার কারণে এই সমস্যা। এর ফলে জোর ধাক্কা খেয়েছে বিমান পরিষেবা। ইন্ডিগো, স্পাইসজেটের মতো সংস্থা রীতিমতো বিবৃতি দিয়ে পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছে। ইন্ডিগো জানিয়েছে,’মাইক্রোসফটের সমস্যার কারণে অন্যান্যদের মতো আমাদের পরিষেবাও সমস্যার মুখে পড়েছে। চেক-ইন, বোর্ডিং পাসের মতো পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে। স্পাইসজেট বিবৃতিতে বলেছে,’আমারা প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছি। চেক ইন এবং বোর্ডিং পাসের মতো পরিষেবা বিঘ্নিত হয়েছে। ম্যানুয়ালি পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করছি, অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসুন। তাড়াতাড়ি পরিষেবা সচল করার জন্য আমরা চেষ্টা করছি’।