প্রবল বৃষ্টিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে৷ এবার গৌরীকুণ্ডের কাছে ভূমিধস নেমে মৃত্যু হল ৩ পুণ্যার্থীর৷ আহত কমপক্ষে ৮ জন৷ কেদারনাথ দর্শন করে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা৷ সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর৷ ওই পুণ্যার্থীরা রবিবার সকাল সকালই গৌরীকুণ্ড থেকে ফেরার যাত্রা শুরু করেছিলেন৷ চারবাসা এলাকার কাছে হঠাৎ করেই তাঁদের উপরে নেমে আসে ভূমিধস৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷ উদ্ধারকারী দল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেন৷ দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়৷ তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃতদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা একজন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের৷ মৃতেরা হলেন, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরুণ পারাটে (৩১), জালনার বাসিন্দা সুনীল মহাদেব কালে (২৪) এবং রুদ্রপ্রয়াগের তিলওয়াড়ার বাসিন্দা অনুরাগ বিস্ত৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুরস্ক সিং ধামি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন৷ মৃত ও আহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা৷