দেশ

‘নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেন শিক্ষামন্ত্রী’, নিট দুর্নীতির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও সরব রাহুল-অখিলেশ

বাজেট অধিবেশনের শুরুতেই নিট বিতর্কে উত্তপ্ত সংসদ ৷ একের পর এক প্রশ্নবাণে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কনৌজের সাংসদ অখিলেশ যাদব ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও সরব হন তাঁরা ৷ উত্তরে যুক্তি সাজিয়েছেন ধর্মেন্দ্র প্রধানও ৷ রাহুল গান্ধি বলেন, ‘‘নিজেকে ছাড়া প্রত্যেককে কাঠগড়ায় তোলেন শিক্ষামন্ত্রী ৷ উনি এই পদের যোগ্য নন ৷ শুধু নিট নয়, দেশের প্রতিটি কেন্দ্রীয় পরীক্ষাতেই সমস্যা রয়েছে ৷ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন ৷ ছাত্রছাত্রীদের স্বার্থে দেশের শিক্ষা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির পদ্ধতিতে বদল আনা প্রয়োজন ৷ প্রশ্নফাঁস গুরুতর সমস্যা ৷ আমার মনে হয় না, এই সমস্যার গভীরতা বোঝার ক্ষমতা শিক্ষামন্ত্রীর রয়েছে ৷’’ নিট প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন অখিলেশ যাদবও ৷ সমাজবাদী পার্টি সুপ্রিমো বলেন, ‘‘সারা দেশের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে ৷ একাধিক জায়গায় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় অনেককে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই সরকারের আমলে প্রশ্নফাঁস একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ একাধিক কেন্দ্রে প্রশ্ন ফাঁস হয়েছে, কারচুপি হয়েছে পরীক্ষার ফলেও ৷ ক’টা জায়গায় শিক্ষামন্ত্রী খবর নিয়েছেন ? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দোলাচলে, এই সময় দাঁড়িয়ে উনি (ধর্মেন্দ্র প্রধান) রাজনীতি করছেন ৷ উনি শিক্ষামন্ত্রীর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ৷ উনি থাকলে ছাত্রছাত্রীরা কখনই ন্যায় বিচার পাবে না ৷’’ উত্তরে ধর্মেন্দ্র প্রধান নিট ইস্যুতে ‘রাজনীতি’ না-করার বার্তা দিয়েছেন ৷ NEET-UG নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে ৷ সংসদেও এদিন শিক্ষামন্ত্রীর গলায় উঠে এসেছে সেই প্রসঙ্গ ৷ প্রথমে ২০১০ সালে নিট পরীক্ষার দায়িত্বের হাতবদল ও সেই সময়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও ধর্মেন্দ্র প্রধান জানান, অতীত ঘাঁটতে সরকার রাজি নয় ৷ রাহুলের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমাদের সরকার রাজনীতিতে বিশ্বাসী নয় ৷ নিট সংক্রান্ত সমস্যাকে খোলা খাতার মতো সবার সামনে রাখা হয়েছে ৷ সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে ৷ সরকার সমস্ত নথি সুপ্রিম কোর্টে জমা করেছে ৷ ফলে শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি ন্যায়বিচার পাবে ৷’’ অন্যদিকে, ২০ জুলাই ফের প্রকাশিত হয়েছে নিট-ইউজির ফলাফল ৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট-ইউজি ২০২৪-এর পুনরায় পরীক্ষার নির্দেশ দিতে হলে এটা নিশ্চিত হতে হবে যে, আগের পরীক্ষা পুরোটাই অস্বচ্ছ ছিল ৷