বিদেশ

ডেমোক্র্যাটদের ৫০ স্টেট চেয়ারম্যানদের সমর্থন কমলা হ্যারিসকে

গতকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের নয়া প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের হয়ে সওয়াল করেন তিনি। যদি শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী হয়ে কমলা হ্যারিস এই লড়াইয়ে নামেন এবং তিনি জিততে পারেন, তাহলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হবেন কমলা। অবশ্য বর্তমান প্রেসিডেন্টের সমর্থন পেলেও এখনও মনোনয়ন পেতে লড়তে হতে হবে কমলাকে। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশ ইউনিটের ডেমোক্র্যাট চেয়ারম্যানরা কমলাকে সমর্থন জানিয়েছেন। এদিকে বাইডেনের প্রশংসা করে বিবৃতি প্রকাশ করলেও কমলাকে সমর্থন জানাননি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। চুপ থেকেছেন মার্কিন কংগ্রেসের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি।এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের সমর্থন পেয়ে বিবৃতি প্রকাশ করলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট বাইডেনকে তাঁর ‘এন্ডর্সমেন্টের’ জন্যে ধন্যবাদ জানান কমলা হ্যারিস। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সার্ভিসের জন্যে সমগ্র দেশের তরফ থেকে তাঁর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর কমলা বলেন, ‘প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেন আমাকে সমর্থন জানানোয় আমি সম্মানিত। তবে আমি এই মনোনয়ন অর্জন করতে চাই। এই ডেমোক্র্যাটিক দলকে ঐক্যবদ্ধ করতে আমি সবকিছু করব। ট্রাম্প এবং তাঁর প্রোজেক্ট ২০২৫-কে হারাব আমরা। আমাদের কাছে নির্বাচনের জন্যে আর মাত্র ১০৭ দিন আছে। একসঙ্গে আমরা লড়ব এবং জিতব।’