দোকানের কেটে রাখা মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। ভয়ঙ্কর ব্যাকটেরিয়ায় প্রাণ সংকটে ইতিমধ্যেই দুইজন। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, মুদি দোকান ডেলি কাউন্টারে কাটা মাংসের মধ্যে লুকিয়ে ছিল লিস্টেরিয়া নাম এক প্রাণঘাতি ব্যাকটেরিয়া। এরই প্রাদুর্ভাবের কারণে কমপক্ষে দুইজন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) রিপোর্ট করেছে যে দেশের ১২ টি রাজ্যের ২৮ জন গ্রাহক অসুস্থ হয়ে পড়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই নিউইয়র্কের বাসিন্দারা এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এই রাজ্যের প্রায় ৭ জন ব্যক্তি আক্রান্ত। আর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিরা হলেন ইলিনয় এবং নিউ জার্সির বাসিন্দা। ২৯ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে অসুস্থদের নমুনাগুলি পেয়েছিল সিডিসি। শুক্রবার প্রকাশিত সিডিসি রিপোর্ট অনুসারে এমনটাই জানা গিয়েছে। এরপরেই সিডিসি বলেছে, এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে অনেক ব্যক্তিই ডেলি কাউন্টারে কাটা মাংস খাওয়ার রিপোর্ট করছে। কী কারণে, এই কেটে রাখা মাংস দূষিত হয়ে গিয়েছে। এমন নির্দিষ্ট পণ্য নির্ধারণের জন্য তদন্তকারীরা ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করছেন। সাধারণত প্রাদুর্ভাবের রিপোর্ট করা মাংসের মধ্যে রয়েছে ডেলি-স্লাইস করা টার্কি, লিভারওয়ার্স্ট এবং হ্যাম। তবে, সিডিসি এখনও প্রাদুর্ভাবের জন্য দায়ী নির্দিষ্ট মাংস শনাক্ত করতে পারেনি।