দেশ

নিপা ভাইরাসে মৃত কিশোরের সংস্পর্শে এসেছিলেন ৩৫০ জন, ঘুম উড়েছে কেরলের স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর পর আরও একাধিক জেলায় সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল কেরলের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, মৃত কিশোর মালাপ্পুরমের বাসিন্দা ছিলেন। তার সংস্পর্শে এসেছিলেন ছয়জন ভিন্ন জেলার বাসিন্দা। নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে তাঁদের শরীরে। নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মৃত কিশোরের সংস্পর্শে এসেছিলেন মোট ৩৫০ জন। যার মধ্যে হাই-রিস্কে আছেন ১০১ জন। এর মধ্যে ৬৮ জন শুধুমাত্র স্বাস্থ্য কর্মী। অসুস্থ হওয়ার পর কিশোর যে বেসরকারি বাসে চেপে হাসপাতালে এসেছিল, সেটিও চিহ্নিত করা হয়েছে। যে ছয়জনের রিপোর্টের অপেক্ষা করছে স্বাস্থ্য দপ্তর, তাদের মধ্যে দুইজন পালক্কাড়ের বাসিন্দা, বাকি চারজন তিরুবনন্তপুরমের। কীভাবে কিশোর নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। মৃত কিশোরের বন্ধুরা জানিয়েছে, মাঠে পড়ে থাকা ফল কুড়িয়ে খেত সে। সেই ফলগুলো বাদুড় খেয়েছিল বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ, কিশোরের শরীরে যে নিপা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, সেটি ওই এলাকার বাদুড়ের মধ্যেও হদিশ মিলেছে। আজ রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির আধিকারিকরা এসে বিষয়টি খতিয়ে দেখবেন।