কলকাতা

অনুমোদন না নিয়ে থিম সং, বাবুল সুপ্রিয়কে শোকজ কমিশনের

কলকাতাঃ পুলিশের কাছে আগেই এফআইআর জমা পড়েছিল। অভিযোগটা ছিল এই রাজ্যে বিজেপি-র নির্বাচনী থিম সং নিয়ে। তৃণমূলের বক্তব্য, থিম সং-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হয়েছে। এবার নির্বাচন কমিশনের জমা পড়ল সেই সংক্রান্ত অভিযোগ। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের মিডিয়া ওয়াচ সেলের নজরেও এসেছে বিষয়টি। অভিযোগ পাওয়ার পর বাবুল সুপ্রিয়কে শোকজ করেছে নির্বাচন কমিশন। “এই তৃণমূল আর না।” এটাই বাবুলের গাওয়া গানের ট্যাগ লাইন। গতকাল গানটি প্রকাশ্যে আসে। গানের সুর তাঁর নিজেরই। গানে বলা হয়েছে, “ফুটবে এ বার পদ্মফুল, আর নয় তৃণমূল।”‌ গানে আরও বলা হয়েছে চপশিল্প ছাড়া কোনও শিল্প আসেনি। এই বিষয়গুলো নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অভিযোগ করা হয়। সেই অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছেন দপ্তরের কর্তারা। সূত্রের খবর, এই ধরনের থিম সং তৈরি করতে হলে কমিশনের অনুমতি দরকার হয়। যা বাবুল সুপ্রিয় নেননি। তাই তাঁকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, ওই গান কমিশনের অনুমোদন ছাড়া কোনও মিডিয়া যাতে না দেখায় সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হতে পারে।