দেশ

কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বিজেপি সাংসদের, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

বিহারের কাটিহার, আরারিয়া, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার দাবি তুলল বিজেপি ৷ বৃহস্পতিবার লোকসভায় বাজেট বিতর্কে অংশ নেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এদিন বলেন, “বাংলার মুর্শিদাবাদ, মালদা থেকে লোকেরা এসে ঝাড়খণ্ডের হিন্দুদের উপর অত্যাচার করছে ৷ ঝাড়খণ্ড পুলিশ কিছুই করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে বিহারের কাটিহার, আরারিয়া, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক ৷” লোকসভা কক্ষে এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল ৷ এনিয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীর স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের রাজ্যে এনআরসি লাগু করা হবে না ৷ আজ নিশিকান্ত দুবে কোথায় কীভাবে জনসংখ্যা বাড়ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছি ৷ লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছি যে, তার বক্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় ৷”ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের সাংসদ নিশিকান্তের দাবি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে ৷ তিনি বলেন, “আমাদের এখানে আদিবাসী কোটায় যে মহিলারা লোকসভা নির্বাচনে লড়ছেন, তাঁদের স্বামীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ৷” রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে তিনি নিজের গোড্ডা লোকসভা কেন্দ্রের তথ্য তুলে ধরেন ৷ দুবে বলেন, “মধুপুর বিধানসভায় 266টি বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বেড়েছে 117 শতাংশ ৷ ঝাড়খণ্ডে কমপক্ষে এমন 25টি বিধানসভা আছে, যেখানে জনসংখ্যা 110 শতাংশ, 123 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এটা দুশ্চিন্তার ৷”