কলকাতা

বিধানসভায় নীতি আয়োগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, ওয়াকআউট বিজেপির

বিধানসভার শুরুতেই নীতি আয়োগ নিয়ে নিন্দা‌ প্রস্তাব আনল রাজ্যের শাসকদল তৃণমূল । এদিন অধিবেশনের শুরুতে এই প্রস্তাব নিয়ে আসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া । বিধানসভায় এর বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেন বিজেপির বিধায়করা । তাঁরা দাবি করেন, সুপরিকল্পিত মিথ্যাচার করা হচ্ছে । তিনি ভাইপোকে সেটিং করতে গিয়েছিলেন । তাতে ব্যর্থ হয়েছেন । এখন বলছেন মাইক বন্ধ করে দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী দিল্লিতে যাওয়ার আগেই বলেছিলেন নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন । সেই মতোই সবকিছু করা হয়েছে । এদিন এই দাবিতে বিধানসভার অধিবেশন থেকেও ওয়াক আউট করে বিজেপি । এদিন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, “সামাজিক ও অর্থনৈতিক ভাবে যেভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, এর বিরুদ্ধে বলতে গিয়ে নীতি আয়োগে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে । বাংলা এর বিরুদ্ধে গর্জে উঠবে ।” এরপরেই বলতে ওঠেন মনোজ বর্মন । তিনি এই প্রস্তাবের বিরুদ্ধে সরব হন । বিধানসভায় হইচই করতে শুরু করেন বিজেপির অন্যান্য বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তখন বলেন, “আমি আপনাদের বলার সুযোগ দিয়েছি । আপনারা এখন হইচই করছেন ।” যদিও অধ্যক্ষের কথা না-শুনে হই-হট্টগোল করতে থাকেন বিজেপি বিধায়করা ৷ তাঁর নিন্দা প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ।”