দেশ

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন মেঘভাঙা বৃষ্টি আর বন্যার কারণে হিমাচলের ক্ষতি হয়েছে অন্তত কয়েকশ কোটি টাকার। সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, ৭০০ কোটির বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে সে রাজ্যে। তিনি বলেছেন, ২৭ জুন ২০২৪ থেকে এতদিন পর্যন্ত বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে রাজ্যের। ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খোঁজ নেই অন্তত ৫৫ জনের। রাজ্য সরকার পরিস্থিতি পর্যালোচনা করছেন বলেও জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে, গত ৫ দিনের মেঘভাঙা বৃষ্টি, ভূমিধ্বস এবং বন্যার কারণে হিমাচল প্রদেশের ৮৭টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। তারমধ্যে কুল্লুতে বন্ধ ৩০টি, মান্ডিতে বন্ধ ২৫টি, লাহালু এবং স্পিটিতে বন্ধ রয়েছে অন্তত ১৪টি রাস্তা। হাওয়া অফিস হিমাচলের আগামী ৮ আগস্ট পর্যন্ত বজ্র বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে।