দেশ

ফের হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি 

ফের হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ৷ হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার সকালে 96 বছর বয়সি নেতাকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে কর্তৃপক্ষ ৷ চিকিৎসক বিনীত সুরি জানিয়েছেন, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে লালকৃষ্ণ আদবানিকে ৷ বর্ষীয়ান নেতা এখন ভালো আছেন ৷ তাঁকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে ৷ এর আগে জুন মাসের শেষে দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল ৷ সেবার চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ এরপর ফের ১ জুলাই তাঁকে বেসরকারি অ্যাপোলে হাসপাতালেই ভর্তি করা হয়েছিল ৷ ৪ জুলাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ এবার অগস্টের শুরুতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অ্যাপোলো হাসপাতালেই নিয়ে যাওয়া হয় ৷ চলতি বছর মার্চ মাসে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করে বিজেপি সরকার ৷ আদবানির শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷