আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে হত্যার ঘটনায় ধৃত ‘সঞ্জয় রাই’-এর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হল। শনিবার শিয়ালদহ আদালতে তাকে পেশ করা হয়। অভিযুক্তের পক্ষ থেকে কোনও আইনজীবী এদিন সওয়াল করেননি। প্রসঙ্গত শুক্রবার সকালে হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই ধৃতের হদিশ মেলে। জানা গিয়েছে, ওই সেমিনার হলে ছেঁড়া হেডফোন খুঁজে পায় পুলিশ। সেটি দেখেই অভিযুক্তের হদিশ পাওয়া যায়। পুলিশ সূত্রে এও জানা যায়, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে। শুক্রবার টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। আজ পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, ‘এটা অতি ঘৃণ্য ধরনের অপরাধ। অভিযুক্তের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটা আমরা দেখব। তাকে জেরা করা হয়েছে। প্রায় নিশ্চিত যে ওই অপরাধী।’