দেশ

ডোডায় এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, শহিদ ক্যাপ্টেন দীপক সিং

জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার ৷ বুধবার ডোডা জেলার শিবগড়-আসার বেল্টের পাহাড়ি এলাকায় তীব্র গুলিবিনিময়ে খতম করা হয়েছে চারজন জঙ্গিকে ৷ এই ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা ক্যাপ্টেন ৷ প্রতিরক্ষা আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে, নিহত সেনাকর্মী দীপক সিং ভারতীয় সেনাবাহিনীর ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাপ্টেন ছিলেন ৷ জানানো হয়েছে, “আসার এলাকায় মঙ্গলবার শুরু হওয়া অভিযান এখনও চলছে ৷ সেই অভিযানে অনুসন্ধান দলের নেতৃত্বে থাকা অফিসার আহত হন ৷” তরুণ সেই ক্যাপ্টেনকে গুরুতর আহত অবস্থায় সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা আধিকারিক ৷ ঘটনাস্থল থেকে রক্তে ভেজা চারটি রুকস্যাক উদ্ধার করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে, সেনা কর্তারা মনে করছেন এনকাউন্টারে চার জঙ্গির মৃত্যু হয়েছে ৷ স্বাধীনতা দিবসের এক দিন আগে শুরু হওয়া এনকাউন্টারে একজন সাধারণ ব্যক্তিও আহত হয়েছেন ৷ জম্মু অঞ্চলে ক্রমে বাড়ছে হিংসার ঘটনা ৷ আধিকারিকরা জানিয়েছেন, শিবগড়-আসার বেল্টে লুকিয়ে থাকা একদল বিদেশি জঙ্গিকে খুঁজে বের করার জন্য বাহিনীর একটি যৌথ দল কর্ডন ও অনুসন্ধান অভিযান চালায় ঘন জঙ্গলে ৷ একজন কর্মকর্তা বলেন, জঙ্গিরা আসারের একটি নদীর কাছে লুকিয়ে আছে । সেনাবাহিনী অবশ্য তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলেছে যে, একজন অফিসার আহত হয়েছেন । হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছে, “তীব্র গুলিযুদ্ধের মধ্যে জঙ্গিদের অনুসন্ধান অব্যাহত রয়েছে । অনুসন্ধান দলের নেতৃত্ব দেওয়ার সময় একজন কর্মী আহত হন ।”