কলকাতা

মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

আরজি কর হাসপাতালে বুধবার মধ্যরাতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ। সূত্রের খবর, যারা গ্রেফতার হয়েছে তাদের প্রায় সবাই (DYFI) বামপন্থী পরিবারের সদস্য। হামলার সময় ভিডিও এবং ছবিতে DYFI এর পাতাকাও দেখা যাচ্ছে। ভাঙচুরের সময়কার ছবি দিয়ে কয়েকজনকে চিহ্নিত করে সমাজ মাধ্যমে শেয়ারও করেছে কলকাতা পুলিশ। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে ছিলেন, আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় বহিরাগতরা জড়িত আর গোটা ঘটনার Blue প্রিন্ট সাজিয়েছে রাম আর বাম মিলে। অর্থাৎ তাঁর কথায় সিপিএম এবং বিজেপি মিলে। আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মোট তিনটি মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার সকালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৯। কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘পরশু রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করেছি আমরা। যাদের মধ্যে পাঁচজনকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চিহ্নিত করেছেন আপনারা। বাকি হামলাকারীদের খোঁজও আমরা খুব দ্রুতই পাব বলে আমাদের বিশ্বাস। আরও একবার অনুরোধ, গতকালের পোস্ট থেকে আর কাউকে শনাক্ত করতে পারলে অনুগ্রহ করে জানান।’