আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই রাতেই ভাঙচুর করা হয় আরজি কর হাসপাতাল। এই ঘটনায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই(DYFI) এবং বিজেপির(BJP) নাম জড়িয়ে গিয়েছে। কারণ জিওয়াইএফআই তাদের পতাকা নিয়ে সেখানে হাজির ছিল বলে ভিডিওতে ধরা পড়েছে। যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় দলবল নিয়ে হাজির ছিল বলে অভিযোগ। এবার আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ৭জন বাম নেতা-নেত্রীকে তলব করল লালবাজার। এই ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই(SFI) ও ডিওয়াইএফআইয়ের(DYFI) ৭জন নেতাকে ডেকে পাঠানো হয়েছে।