দুই স্কুল পড়ুয়ার সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল রাজস্থানে উদয়পুর। সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ায় ওই এলাকার বেশ কয়েকটি জায়গায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। জারি ১৪৪ ধারা । পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, একটি সরকারি স্কুলে দশম শ্রেণির এক ছাত্র অন্য এক ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আহত ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পড়ুয়াকে আটক করেছে পুলিশ। দু’জনেই নাবালক বলে জানিয়েছেন প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় উদয়পুর। উদয়পুরের কালেক্টর অরবিন্দ পোসওয়াল জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আহত ছাত্রকে চিকিৎসার জন্য বিশেষ বিমানে করে জয়পুর থেকে উদয়পুরে তিন চিকিৎসকের একটি টিমকে পাঠানো হয়েছে। এছাড়াও, এই ঘটনায় ছড়িয়ে পড়া গুজব কান না দিতে জনগণকে আবেদন করেছেন কালেক্টর। পুলিশ জানিয়েছে, দুই পড়ুয়ার সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মধুবনে জড়ো হয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তারপরই শুরু হয় সংঘর্ষ। উত্তেজিত জনতা পাথর ছোড়ে এবং তিন-চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে হিংসা রুখতে ডিভিশনাল কমিশনার রাজেন্দ্র ভট্ট শুক্রবার রাত ১০টা থেকে ২৪ ঘণ্টার জন্য উদয়পুর শহর, বেদলা, বদগাঁও, ব্লেচা, দেবারি, একলিংপুরা, কানপুর, ধেকলি এবং ভুওয়ানা এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন।