মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে প্রথম বর্ষের কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তার বাবা শনিবার মালদার ইংরেজবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করলেন। গত মঙ্গলবার ওই কলেজের একটি বন্ধ ঘরে ডিপ্লোমা ফার্মেসির প্রথম বর্ষের ছাত্র মালদার জেলার বাসিন্দা তৌহিদ করিমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শনিবার বিকেলে মালদার ইংরেজবাজার থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগে মৃত ওই ছাত্রের বাবা রেজাউল করিম অভিযোগ করেছেন তার সন্তানের মৃত্যুর পর রঘুনাথগঞ্জ থানা, কলেজ কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কাছ থেকে তারা কোনও সহযোগিতা পাননি। সন্তানের মৃত্যুতে তারা মানসিকভাবে ভেঙে পড়ায় লিখিত অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ইংরেজবাজার থানায় এফআইআর দায়েরের খবর তার ইতিমধ্যেই পেয়েছেন। অভিযোগ পত্রটি ‘জিরো এফআইআর’ হিসেবে গ্রহণ করে রঘুনাথগঞ্জ থানায় একটি খুনের মামলা দায়ের করা হবে। তবে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই মৃত ছাত্রের দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং তার রিপোর্টও পুলিশের হাতে এসেছে । সেই রিপোর্টে ছাত্রের দেহে কোনও আঘাতের উল্লেখ নেই। পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাতে কলেজ হস্টেলের একটি বন্ধ ঘরের দরজা ভেঙে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ছাত্রের দেহ উদ্ধারের ঘটনার সময় তার একাধিক বন্ধু এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয়েছে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত এই ছাত্রের বাবা রেজাউল করিম জানিয়েছেন, গত ১৩ তারিখ সকাল ৮ টা থেকে তারা তৌহিদকে একাধিকবার ফোন করল কোনও উত্তর পাননি। এরপর ঐদিন রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ তিনি নিজেই ওই কলেজে গিয়ে উপস্থিত হন। লিখিত অভিযোগে রেজাউল জানিয়েছেন, আমি যখন কলেজের পৌঁছায় সেই সময় আমার ছেলের ঘরের রুমমেট, নেজিবুর আমার স্ত্রীকে ফোন করে জানিয়েছিল তৌহিদের দেহ তার পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।