কলকাতা

আরজিকর ঘটনার তদন্তের দায়িত্বে এবার উত্তরপ্রদেশের হাতরস ধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার সীমা পাহুজা

তদন্ত ভার হাতে নেওয়ার পর ৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও অগ্রগতি করতে পারেনি সিবিআই। তারা তদন্তভার নেওয়ার পর এমন কোনও ব্রেক থ্রু দিতে পারেননি যার জন্য এই ঘটনার জন্য  আন্দোলনকারীরা অস্বস্ত হতে পারেন। সিবিআই ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ  সন্দীপ ঘোষকে টানা জেরা করছে সিবিআই। এর মধ্যেই বড় খবর হল আরজিকর কাণ্ডে তদন্তভার দেওয়া হচ্ছে হাথরস ধর্ষণ কাণ্ডে তদন্তকারী এক অফিসারকে। তরুণী চিকিৎসকের মৃত্যু তদন্তভার দেওয়া হচ্ছে হাথরসকাণ্ডে তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে। ওই তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার সীমা পাহুজা। তিনি ওই ঘটনার তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফলে সিবিআই এবার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে। সিবিআই তদন্তভার নিয়েছে ৯৬ ঘণ্টা হয়ে গিয়েছে। তার মধ্যে ধৃত সঞ্জয় রায়কে জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সঞ্জয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে চায় সিবিআই। পাশপাশি সিবিআই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টও করতে চায়। এনিয়ে তারা আদালতে আবেদন করবে। এদিকে, অটোপসি রিপোর্টে বেরিয়ে এসেছে বহু তথ্য।