আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর এই অপরাধের তদন্ত করছে সিবিআই। এই আবহে চলছে জোরদার আন্দোলন। এই ঘটনার পর আজ, মঙ্গলবার রাজভবনে মোবাইল কন্ট্রোল রুম খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে প্রথম ফোন করলেন তিনি আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাবাকে। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল। মৃতার বাড়িতে আসতে চান বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ, মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে ফোন করেন রাজ্যপাল। খবর নেন তাঁর মা ও বাবার সম্পর্কে। ধর্ষণ করে খুনের অপরাধ করার অভিযোগে এখন সিবিআইয়ের হাতে আছে সঞ্জয় রায়। তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। কিন্তু এখনও তল খুঁজে পায়নি সিবিআই। কেটে গিয়েছে একসপ্তাহ। সিবিআই অফিসাররা কাউকে গ্রেফতার করতে পারেননি। যা নিয়ে আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআইকে। এই আবহের মধ্যে যদি কারও কোনও অভিযোগ থাকে তাহলে ফোনে রাজভবনে জানাতে পারবেন আমজনতা। দুটি ফোন নম্বর রাজভবনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে- ০৩৩২২০০১৬৪১ এবং ৯২৮৯০১০৬৮২। আজ এই কন্ট্রোল রুম থেকেই প্রথমবার নির্যাতিতার বাবাকে ফোন করেন রাজ্যপাল। জনরোষ তৈরি হচ্ছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরেই হাসপাতালে সঞ্জয় রায়ের বাড়বাড়ন্ত শুরু হয়। অধিকাংশ রাতেই সে প্রচণ্ড মদ্যপান করে আরজি কর হাসপাতালে ঢুকত। ইচ্ছামতো ঘোরাঘুরি করত হাসপাতালে বলে সূত্রের খবর। এই নিয়ে এখন তদন্ত চলছে। তার মধ্যেই নির্যাতিতার বাবা বলেন, ‘আমাদের সঙ্গে রয়েছে পুরো পৃথিবী। সুপ্রিম কোর্টের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে বিচার নিয়ে আমি কোনও মন্তব্য করব না।’