জেলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’,  অশালীন মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’। এমনই মন্তব্য করার অভিযোগ উঠল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগে যখন উত্তাল রাজ্য, সেই আবহেই বুধবার একটি ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘রেট’ বেঁধে দিচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক। আর সেজন্য বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সেইসঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট নির্ধারণ করে দিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। সেই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপির লিঙ্গ বৈষম্যের ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। যাঁরা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান প্রদর্শন করতে পারেন না, তাঁদের নারী সুরক্ষা নিয়ে জ্ঞান দেওয়ার কোনও অধিকার নেই।’