নভেম্বরে মেয়াদ শেষ হচ্ছে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের। এর আগে মোট দু’বার তিনি এই পদে আসীন হয়েছেন। কিন্তু তৃতীয় বারের জন্য আর তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রধান হতে চাইছেন না। তাই সেই পদে এবার নতুন কেউ আসবেন। আর সেই দৌড়ে সবার আগে যিনি রয়েছেন তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সচিব জয় শাহ। কারণ পরবর্তী আইসিসি চেয়ারম্যান পদে জয়শাহকে সমর্থন করার জন্য তৈরি আছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধিরা। বলাই বাহুল্য আইসিসিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধিই সবচেয়ে বেশি। আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়নের শেষ তারিখ ২৭ আগস্ট। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের আর কেউ এই পদের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন না। তারা সর্বসম্মতিক্রমে জয় শাহকে মেনে নিতে চলেছেন। তাই নভেম্বরের পর বিসিসিআই সচিব জয় শাহর আইসিসির চেয়ারম্যান হতে চলা শুধুমাত্র সময়ের অপেক্ষা।