কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার কাঁকুড়গাছিতে। বুধবার মধ্যরাতে লোহাপট্টি এলাকায় পরপর পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। কারখানার কর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন স্থানীয়রাই। এরপর পরপর পাঁচটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানাগুলিতে প্লাস্টিক এবং দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন একটি থেকে অন্য কারখানায় ছড়িয়ে পড়ে বলেই জানা গিয়েছে। স্থানীয়দের থেকে খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। এরপর গভীর রাতে আরও ১৫টি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। জায়গাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।