আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা এবং উন্নয়নের জন্য আমরা চিন্তিত।’ এ দিন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে
আঙুল তুললে তা কেটে ফেলা হবে।’ পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, ‘এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে।’ এরপরেই আদালত বলে, ‘এই পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। আইন আইনের পথে চলবে।’ উল্লেখ্য, আরজি কর নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধী নেতারা। রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপি নেতারা। পাল্টা সরব হয়েছিল তৃণমূলও। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদালতের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আরজি কর মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৫ সেপ্টেম্বর।