কলকাতা

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইকে ১৪দিনের জেল হেফাজতে নির্দেশ দিল আদালত, ‘ওর ফাঁসি চাই’ বলে চিৎকার জনতার

আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখা হবে। এদিকে সূত্রের খবর, পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিয়েছে অভিযুক্ত সঞ্জয়। এদিকে সঞ্জয়কে এদিন আদালতে তোলা হয়েছিল। সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রচন্ড বৃষ্টির মধ্য়েই এদিন আরজিকর কাণ্ডে  অভিযুক্ত সঞ্জয় রাইকে বের করা হয়। এরপর তাকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হয়। দুপুরে তাকে হাজির করানো হয় আদালতে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আদালত চত্বরে। পুলিশের গাড়়ি আদালত চত্বরে নিয়ে আসার পরেই সাধারণ মানুষ চিৎকার করতে থাকেন, ফাঁসি চাই সঞ্জয়ের।এদিকে প্রচন্ড বৃষ্টির মধ্য়েও পথচারীরা স্লোগান দিতে শুরু করেন, ফাঁসি চাই, ফাঁসি চাই।

মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। এদিকে সূত্রের খবর, সঞ্জয় রায় পলিগ্রাফ পরীক্ষার মুখোমুখি হতে সম্মতি জানিয়েছেন।  আপাতত তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আজই তার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। জেলে গিয়ে বা জেল থেকে অন্যত্র নিয়ে গিয়ে পলিগ্রাফ টেস্ট হতে পারে। এদিকে প্রাথমিকভাবে জানাা গিয়েছিল সঞ্জয় রাইয়ের হয়ে সওয়াল করার জন্য কোনও আইনজীবী পাওয়া যাচ্ছিল না। অবশেষে আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের হয়ে আদালতে সওয়াল জবাব করার জন্য আইনজীবী মিলেছে। ৫২ বছর বয়সি কবিতা সরকার তার হয়ে আইনি লড়াই লড়বেন বলে খবর। এর আগে সঞ্জয়ের হয়ে লড়াই করার জন্যে কোনও আইনজীবী পাওয়া যাচ্ছিল না।