কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম বা অভিন্ন পেনশন প্রকল্পের সূচনা করল নরেন্দ্র মোদি সরকার৷ শনিবারই এই নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল৷ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই ঠিক করবেন, তাঁরা ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর আওতায় থাকবেন না কি বিকল্প হিসেবে ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস)-কে বেছে নেবেন৷ একই ভাবে রাজ্য সরকারগুলিও নিজেদের কর্মচারীদের জন্য ইউপিএস-কে বেছে নিতে পারবে৷ ১ এপ্রিল, ২০২৫ থেকে ইউপিএস কার্যকর হবে৷ প্রথম বছর এই প্রকল্প রূপায়নের খরচ পড়বে ৬২৫০ কোটি টাকা৷ ২০০৪ সাল থেকে যাঁরা এনপিএস প্রকল্পের আওতায় অবসর গ্রহণ করেছেন, তাঁরাও নতুন এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন৷রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, এই প্রকল্প চালুর ফলে অন্তত ২৩ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই এ দিন নতুন পেনশন প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ নতুন এই প্রকল্পে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম নিশ্চিত পেনশন, পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বড় প্রকল্পে ছাড় দেওয়া হয়৷ বর্তমান পেনশন প্রকল্পে কর্মচারীদের দশ শতাংশ অবদান থাকে, কেন্দ্রের অবদান থাকে ১৪ শতাংশ৷ নতুন প্রকল্পে তা বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে৷