দেশ

চাকরি খোয়ালেন ২৫ হাজার হোমগার্ড

উত্তরপ্রদেশ: সামনেই আলোর উৎসব দীপাবলি। তাঁর আগে ২৫ হাজার হোমগার্ডের জীবনে নেমে এল অন্ধকার। তাঁদের চাকরি থেকে বসিয়ে দিল যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। সূত্রের খবর, বাজেট বেড়ে যাওয়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।সম্প্রতি আদালত নির্দেশ দেয়, হোমগার্ডদের বেতন ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করতে হবে। অন্যান্য খরচ মিলিয়ে মোট ৬৭২ টাকা দেওয়ার কথা বলা হয়। সঙ্গে বকেয়া এরিয়ারও মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু এ নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল সে রাজ্যের সরকার। এরপরই তারা সিদ্ধান্ত নেয়, কয়েক হাজার হোমগার্ডকে বসিয়ে দেওয়ার। পুলিশের এক উচ্চপদস্থ কর্তার কথায়, সরকার কেন এই সিদ্ধান্ত নিল জানা নেই। তবে অতিরিক্ত হোমগার্ডদের বসিয়ে দেওয়া হয়েছে।এদিকে যোগী আদিত্যনাথের সরকারের এই সিদ্ধান্তের পরই সে রাজ্যের বিরোধী শিবির থেকে একের পর এক তোপ আসতে শুরু করেছে। কংগ্রেসের অজয় কুমার বলেন, ভোটের আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার। অথচ ক্ষমতায় এসেই ছাঁটাই শুরু করে দিয়েছে। হাজার, হাজার মানুষের পেটে লাথি মারছে। সুপ্রিম কোর্ট যেখানে এই হোমগার্ডদের নিরাপত্তার কথা বলছে, সেখানে এই সরকার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশও অমান্য করছে। ২৫ হাজার ছেলের চাকরি খেয়ে নেওয়া বুঝিয়ে দিচ্ছে এ সরকার আসলে কী চাইছে।