সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নবান্ন অভিযান করবেন মঙ্গলবার। সামনে অন্তত কোনও রাজনৈতিক দলের কোনও নেতা থাকবেন না। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে একাধিকবার একথা বলেছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে সংগঠন। কিন্তু মঙ্গলবার মিছিল শুরু হতেই ছবি গেল বদলে। দেখা গেল, মিছিল শুরুর অন্যতম স্থান কলেজ স্কোয়ার থেকে জমায়েতের নেতৃত্বে বিজেপি নেতা অর্জুন সিং! অন্যদিকে, বিধানসভায় এসে বিরোধী দলনেতাও হুঁশিয়ারি দিলেন, আজকের অভিযানে ছাত্রদের গায়ে হাত পড়লে তাঁরা অবস্থানে বসবেন। অত্যাচার হলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করা হবে। আর এ থেকেই স্পষ্ট, এই নবান্ন অভিযানে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র আড়ালে আসলে বিজেপিই।