কলকাতা

পুলিশি অত্যাচারের অভিযোগে ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি, ‘জাস্টিস নয়, চেয়ার চাই’, পাল্টা জবাব কুণাল ঘোষের

আরজিকর কাণ্ডে নবান্ন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। আগামিকাল রাজ্য জুড়ে ১২ ঘণ্টা বাংলা বনধ ডাকল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামিকালের বাংলা বনধ্-কে সফল করার বার্তা দেন তিনি। বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্মঘট। পাল্টা আক্রমণাত্মক কুণাল ঘোষ। বিজেপিকে নিশানা করে তাঁর দাবি, ‘রাজনৈতিক অরাজকতার প্লট তৈরি করে ফেলেছে এরা।’এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, “আগামিকাল ২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না। এই বাংলা বনধের ডাক ব্যর্থ করুন। মানুষ দেখেছেন আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। মামলা চলছে সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই, আর এরা কিনা নবান্ন ঘেরাও করছে। এই ছুতো নিয়ে অরাজকতার প্লট তৈরি করে ফেলেছে এরা। কাল বিজেপির ডাকা বনধ ব্যর্থ করুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিজেপি মহিলাদের সম্মান দেয় না। আগামিকাল জনজীবন স্বাভাবিক রাখুন। দয়া করে কোনও প্ররোচনায় পা দেবেন না। বিজেপির লোকেরা আমাদের ছেলেদের ইট, পাথর মেরেছে। এর মধ্যে বাংলা বিরোধী অপশক্তি আছে। এর মধ্যে বাংলা বিরোধী অপশক্তি আছে। আজ পুলিশ কোথাও রিঅ্যাক্ট করেনি। কারা ব্যারিকেড ভাঙল? আপনারা কী চান? পুলিশ নবান্ন বাঁচাবে না? এদের জাস্টিস নয়, চেয়ার চাই। অন্য রাজ্যের ক্যাডারকে নিয়ে এসে ঝামেলা করা হচ্ছে। আপনারা হাথরাসের সময় কোথায় ছিলেন? উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করা হয়েছে…। আজ পুলিশ বরাবর নিষ্ক্রিয় ছিল, শান্তিপূর্ণ আবেদন করে গিয়েছে। যেখানে যেটুকু না করলে নয়, পুলিশ তাই করেছে, কোনও গুলি চালায়নি। ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। সঙ্গে সঙ্গে বনধ ডাক দিয়েছে।