ক্রাইম

ধর্ষণে আজীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আশারাম বাপু ৭ দিনের পেরোলে জেল থেকে ছাড়া পেয়েই বিমানে আঙুল উঁচিয়ে পুলিশকে হুমকি, ভাইরাল ভিডিও

ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত আশারাম বাপু  ৭ দিনের পেরোলে মুক্তি পেয়েছেন। ৮৫ বছর বয়সী স্বঘোষিত ভণ্ড ধর্মগুরুকে চিকিৎসার জন্য এই অব্যাহতি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। নিশ্চিদ্র নিরাপত্তায় চিকিৎসা করাতে মুম্বই যাচ্ছিলেন তিনি। আর সেখানেই বিমানে পুলিশকর্মীর উপর ক্ষেপে গেলেন আশারাম। মঙ্গলবার যোধপুর থেকে মুম্বইগামী বিমানেই তিনি চটে যান পুলিশকর্মীর উপর।  পুলিসকে হুমকি দেওয়ার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আঙুল উঁচিয়ে পুলিস এবং যাত্রীদের সামনে কথা বলতে শুরু করে ধর্ষণে অভিযুক্ত এই স্বঘোষিত ধর্মগুরু। যদিও তিনি ঠিক কী বলছিলেন তা ভিডিয়োতে শোনা যায়নি। রাজস্থান হাইকোর্টের সাজা ঘোষাণার পর স্বাস্থ্যের অবনতির কতা বলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আশারাম। সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে হাইকোর্টে ফেরত পাঠায়।  ফেব্রুয়ারি মাসে বুকে প্রবল ব্যথার কারণে তড়িঘড়ি যোধপুর এইমস নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। যদিও জামিন দেয়নি আদালত। তবে বার বার অসুস্থ হয়ে পড়ায় তাকে পেরোলে ৭ দিনের মুক্তি দেওয়া হয় চিকিত্‍সার জন্য।