বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জাপান। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জাপানের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘শানশান’। ‘শানশান’- এর জেরে এদিন প্রবল ঝড়বৃষ্টি হয় জাপানে। থমকে গিয়েছে জনজীবন। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। তবে আহতের সংখ্যা বহু। জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ২৫২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুতে আছড়ে পড়ে। এরপর ক্রমে শক্তি হারিয়ে ‘শানশান’ জাপানের প্রধান দ্বীপ হনশুর দিকে অগ্রসর হয়। এর জেরে কিউশু-সহ একাধিক জায়গায় প্রবল ঝড়বৃষ্টি হয়। জানা গিয়েছে,‘শানশান’ এই বছরের সবচেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড়। জাপানের সংবাদমাধ্যম জিজি প্রেস জানিয়েছে, বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক মানুষ। পাশাপাশি, বেশ কিছু ঘরবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। ‘শানশান’-এর জেরে উত্তাল জাপানের সমুদ্র। এমনকি জাপানের বেশ কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূল শহর মিয়াজাকিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। এমনকি কিছু কিছু জায়গায় টর্নেডোও দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। কিউশুতে মোট আহতের সংখ্যা বেড়ে ৮০। জাপানের অবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, প্রবল বৃষ্টিতে জাপানের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জনজীবন ব্যাহত হয়েছে। তবে দুর্যোগ যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব দ্রুত জাপানের পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। প্রশাসনের তরফ থেকে জাপানের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জাপান প্রশাসন সূত্রে খবর।