বিদেশ

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এসসিও বৈঠকে আমন্ত্রণ জানাল পাকিস্তান

এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। বৃহস্পতিবার একথা জানালেন পাক বিদেশ দপ্তরের মুখপাত্র মুমতাজ জারা বালুচ। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ আগামী ১৫, ১৬ অক্টোবর ইসলামাবাদে বসতে চলেছে এসসিও সদস্যভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক। তবে মোদি এই শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারত, চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিইকিস্তান এবং উজবেকিস্তানকে নিয়ে তৈরি হয়েছিল এসসিও। ইতিমধ্যে বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে একাধিক সদস্য দেশ। এবিষয়ে বালুচ বলেন, ‘অংশগ্রহণকারী দেশগুলির চূড়ান্ত তালিকা সময়মতো প্রকাশ করা হবে।’ জানা গিয়েছে, মূল বৈঠকের আগে অর্থনীতি, সমাজ-সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, কাশ্মীর, সীমান্তে সন্ত্রাসবাদ সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক বর্তমানে তলানিতে। শুরু থেকেই ইসলামাবাদকে সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরির আর্জি জানিয়ে আসছে নয়াদিল্লি। অন্যদিকে, ভূস্বর্গে ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে ভারতকে বারবার কাঠগড়ায় তুলেছে নওয়াজ শরিফের দেশ। এহেন পরিস্থিতিতে ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করবেন মোদি? সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।