আজ কাশ্মীর নিয়ে সুপ্রিমকোর্টের রোষের সামনে পরল কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী সময়ে কাশ্মীরিদের আটক করে রাখা সংক্রান্ত এক মামলার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। আজ সেই হলফনামা জমা দেওয়ার কথা ছিল সরকার পক্ষের। তবে শুনানি শুরু হয়ে গেলেও হলফনামা জমা দিতে ব্যর্থ হয় সরকার। এতেই চটে যান বিচারপতি। কড়া ভাষায় সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি বলেন, “আমাদেরকে এভাবে হেলায় নেবেন না।” এর জবাবে তুষার মেহতা জানান, পাঁচ মিনিটের মধ্যে হলফনামা জমা করা হবে। আজ আটক থাকা কাশ্মীরিদের পক্ষে সওয়ালকারী আইনজীবী হুজেফা আহমাদি আদালতে সরকারের দিকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “সরকারকে প্রতিটি আটকের কারণ দর্শাতে হবে।” এরপর হলফনামা জমা না দেওয়ার প্রসঙ্গ টেনে এনে সরকারপক্ষকে ব্যাঙ্গ করে বলেন, “আবেদনকারীদের দেখাতে না হোক, আদালতকে তো হলফনামাটা দেখান।”