বিদেশ

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ভিয়েতনাম, মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভিয়েতনাম। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শক্তিশালী ইয়াগির তাণ্ডবে অত্যন্ত খারাপ অবস্থা ভিয়েতনামে। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭। নিখোঁজ আরও ১৩০ জন। ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। লাল নদীর জল ঢুকে বানভাসি রাজধানী হ্যানয়। ইয়াগিকে চলতি বছর এশিয়ার বুকে আছড়ে পড়া ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ বলে মনে করা হচ্ছে। শনিবার ভিয়েতনামে ১৪৯ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পরে। এরপর ক্রমশ তা পশ্চিমদিকে সরে যেতে থাকে। এর জেরে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিতে হ্যানয়ের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। সেতু ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ইতিমধ্যেই প্রশাসন নীচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। স্কুল-কলেজগুলিতে ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যানয়ের পূর্বে উপকূলীয় রফতানি-ভিত্তিক শিল্পকেন্দ্রগুলিও ঝড়ের ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই শিল্পতালুকে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এখানে স্যামস্যাংয়ের মতো গুরুত্বপূর্ণ কোম্পানির কারখানাও রয়েছে। বন্যার জেরে সমস্ত কারখানাতেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।