কলকাতা

৩২ জনের প্রতিনিধিত্ব মানল রাজ্য, তবে লাইভ না! লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা, নবান্নে দেড় ঘণ্টা অপেক্ষায় মুখ্যমন্ত্রী

নবান্নে এসে পৌঁছল ৩২ জন জুনিয়র ডাক্তার। আন্দোলনকারীদের শর্ত মেনে ৩০ জনকে নবান্নের সভাঘরে প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে লাইভ স্ট্রিমিং হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে লাইভ সম্প্রচারের ব্যাপারে চিকিৎসকরা কেন সম্প্রচার করতে চাইছেন সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা হবে। তারপরই সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রে খবর। সূত্রের খবর, লাইভ টেলিকাস্টে রাজি নয় নবান্ন। আন্দোলনকারীরা দাবি করেছিলেন, লাইভ টেলিকাস্ট করতে হবে। আন্দোলনকারীরা দাবি করলেন, সরাসরি সম্প্রচার না হলে প্রবেশ করবেন না সভাঘরে। সন্ধ্যা ৫.২৩ মিনিটে নবান্ন সভাঘরের সামনে প্রবেশ করলেও জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত প্রবেশ করেননি। ডিজি রাজীব কুমার বলেন, ‘এই বৈঠককে সরাসরি সম্প্রচার করার প্রয়োজনীয়তা মনে করছি না। তবে, গোটা বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করার বার্তা দেওয়া হয়েছে, যাতে বৈঠকের সমস্ত কথাবার্তা রেকর্ড থাকে। প্রশাসনিক বৈঠকের সম্পূর্ণ অংশ সরাসরি সম্প্রচার হয় না। ’ মুখ্যসচিব জানালেন, মুখ্যমন্ত্রী বিকেল ৫টা থেকে অপেক্ষা করছেন। ডাক্তারদের ৩২ জন প্রতিনিধি এসেছেন। তাঁদের সভাঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে, সরাসরি সম্প্রচারের বিষয়টি নিয়ে বোঝানো হচ্ছে। ডাক্তাররা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। সরাসরি সম্প্রচার বড় কথা নয়। আমাদের লক্ষ্য আলোচনা করা। নবান্ন সভাঘরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সম্প্রচারের বিষয়টি নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।