জেলা

ভয়াবহ দুর্ঘটনা! পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল জুনিয়ার ডাক্তার সহ পরিবারের

আরজি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। সংগঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল। চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যারা দোষী তাদের শাস্তির দাবিতে আন্দোলনরত রয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আন্দোলন থেকেও মাঝেমধ্যে উঠছে পুলিশের বিরুদ্ধে স্লোগান। আর এর মধ্যেই জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া জুনিয়র চিকিৎসক এবং তাঁর পরিবারকে অতি তৎপরতার সঙ্গে উদ্ধার করে প্রাণে বাঁচাল পুলিশ। বুধবার সন্ধ্যাবেলায় ঝাড়গ্রাম থানার অন্তর্গত ফাঁসিতলায় কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কে নেতুরা টোল প্লাজার কাছে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দু’টি যাত্রীবাহী মারুতি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি দূরপাল্লার পণ্যবাহী লরি। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় মারুতি দু’টি। একটি গাড়িতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক সৃষ্টি একতা ও তাঁর বাবা-সহ মোট চারজন ছিলেন। অপর একটি গাড়িতে আরও দু’জন ছিলেন।