কলকাতা

আরজিকর দুর্নীতি কাণ্ডে চিকিৎসক ও তৃণমূল নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল ইডি

আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতি মামলায় আসরে ইডি। কিছুদিন আগেই এই মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। এবার আর জি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা চিকিৎসক ও তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, মঙ্গলবার সকালে সিঁথির মোড়ের কাছে সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে গিয়েছেন ইডির আধিকারিকরা। শ্রীরামপুরে ও সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে, বলে সূত্রের খবর। এর আগে গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে সুদীপ্তের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি তদন্তকারী দল। মূলত আর জি করে দুর্নীতির বিষয়ে তদন্তের জন্যই সেদিন তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সুদীপ্ত রায়ের পাশাপাশি ইডি এদিন হানা দিয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতেও। কলকাতার এই জনপ্রিয় মেডিক্যাল কলেজ আর জি করে দুর্নীতির তথ্য প্রথম সামনে এনেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আর জি করে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।