কলকাতা

কলকাতার নয়া পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, বিনীত গোয়েল হলেন স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি, স্বাস্থ্য দফতরেও বিরাট রদবদল

প্রতিশ্রুতি মতোই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের বড় পদক্ষেপে পুলিশ এবং স্বাস্থ্য দফতরে বিরাট রদবদল। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস মনোজ কুমার ভার্মা। আইপিএস বিনীত কুমার গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি করা হল। সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত কুমার গোয়েলকে সরানোর হবে, জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক এই বদলি। মনোজ ভার্মা ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার। তিনি এর আগে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে ছিলেন। কলকাতা পুলিশের ডিসি ডিডি( স্পেশাল), ডিসি(ট্রাফিক)-এর দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি তিনি অতীতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদের দায়িত্বে ছিলেন। মাওবাদী কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। দার্জিলিঙের আইজি পদে দীর্ঘ সময় মোতায়েন ছিলেন তিনি। ২০১৯ সালে ব্যারাকপুর শিল্পাঞ্চল যখন তপ্ত সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে দায়িত্বে এনেছিলেন মনোজ ভার্মাকে। ওয়াকিবহাল মহলের কথায়, তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। অন্যদিকে, রাজ্য়ে নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। আর আপাতত স্বাস্থ্য়শিক্ষা অধিকর্তার দায়িত্ব সামলাবেন সুপর্ণা দত্ত। নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। কলকাতা হাইকোর্টে নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। মামলাটি যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, তখন ৫ দফা দাবিতে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে ধরনায় জুনিয়র জাক্তাররা। গতকাল সোমবার কালীঘাটে নিজের বাড়িতে আন্দোলনকারীদের সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর মিনিটস তৈরি করে লেগে যায় আরও আড়াই ঘণ্টা।রাতেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘স্বাস্থ্য দফতর থেকে তিনটে নাম দিয়েছিল। DME,DHS,আর স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া হয়, তাহলে প্রশাসন চলবে কী করে। আমার ওদের কথামতো DME,DHS-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছি’। এরপর আজ, মঙ্গলবার জারি করা হল বিজ্ঞপ্তি। এদিকে স্রেফ স্বাস্থ্য দফতরে রদবদল নয়, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে  কলকাতার পুলিস কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকেও থেকে সরিয়ে দিলেন মুখ্য়মন্ত্রী। কলকাতা নতুন পুলিস কমিশনার করা হল মনোজ ভার্মাকে। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার তিনি। রাজ্য পুলিসের এডিজি (আইনশৃঙ্খলা) পদে  কর্মরত ছিলেন তিনি। কলকাতার পুলিসেরই  অতিরিক্ত কমিশনার, ডিসি ডিডি (স্পেশাল), ও ডিসি (ট্র্যাফিক) পদেও ছিলেন।