জেলা

যাত্রীবাহী চলন্ত বাসেই অষ্টম শ্রেণীর ছাত্রীর গলায় কোপ দিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত যুবক

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ! কেতুগ্রামের কোমরপুরের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। মাসির সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে, মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরেই মেয়েটির উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্রীর। চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সম্প্রতি বর্ধমানের গাঙপুরে আদিবাসী ছাত্রী খুনের ৯ দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ধৃত যুবকের, সেই টানাপোড়েনেই খুন, দাবি জানিয়েছিল পুলিশ। ১৪ অগাস্ট রাতে গলার নলি কেটে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে। বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের মধ্যে তরুণীর দেহ মেলে। প্রথমে ৯ সদস্যের SIT তদন্ত শুরু করলেও, পরে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ২১। পরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান এসআইটি।