বিদেশ

লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরণ, মৃত ৮, আহত ২ হাজার ৭৫০

পর পর ফাটতে শুরু করল সাধারণ মানুষের কাছে থাকা একের পর এক পেজার হ্যান্ডসেটে৷ যার জেরে আহত হলেন ২৭৫০-র বেশি মানুষ৷ মৃত্যু হল অন্তত ৮ জনের৷ মঙ্গলবার এমনই রহস্যময় পেজার বিস্ফোরণের সাক্ষী থাকল গোটা লেবানন এবং সিরিয়ার একাংশ৷ এই বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার এক ছেলে৷ এক হিজবুল্লা সদস্যের ১০ বছর বয়সি শিশুকন্যারও মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে৷ আহত হয়েছেন হিজবুল্লার আরও বহু সদস্য৷ ইরানের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, লেবাননে ইরানের রাষ্ট্রদূতও এই বিস্ফোরণে আহত হয়েছেন৷ প্রাথমিক ভাবে লেবাননের সংবাদমাধ্যমগুলি দাবি করছে, এই পেজার হ্যান্ডসেটগুলি সম্ভবত ইজরায়েলি গুপ্তচর সংস্থার পক্ষ থেকে হ্যাক করা হয়েছিল৷ যার ফলে পেজারগুলির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়েই পর পর বিস্ফোরণ ঘটেছে৷ রহস্যজনক এই পেজার বিস্ফোরণের বিভিন্ন ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে, রাস্তায় পড়ে কাতরাচ্ছেন মানুষ৷ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই একটি শপিং মলের মধ্যে কেনাকাটার সময় এক ব্যক্তির হাতে থাকা পেজারে বিস্ফোরণ ঘটছে৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মানুষ৷