দেশ

মুম্বই থেকে হায়দরাবাদ চলছে গণপতি নিরঞ্জন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

আজ মঙ্গলবার অনন্ত চতুর্দশী অর্থাৎ চতুর্থী থেকে গণেশ পুজো শুরু হওয়ার আজ সমাপন ৷ ১০ দিনের গণেশ উৎসব উদযাপনের পর আজ গণেশ নিরঞ্জনে মেতেছেন দেশবাসী ৷ সারা ভারতে বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। আজ সকাল থেকেই চোখে জল ও পুষ্পবৃষ্টিতে বাপ্পার নিরঞ্জনে সামিল হয়েছেন ভক্তরা ৷প্রতিবছর গণেশ পুজো ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয়। এই দশদিন ১০ দিন ধরে ধুমধাম করে গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠেছিল দক্ষিণের রাজ্যগুলি ৷ তারমধ্যে মহারাষ্ট্রে বাপ্পাকে নিয়ে মেতে ওঠার ব্যাপারটা যেন সবথেকে সেরা ৷ নজর কাড়ে হায়দরাবাদের গণপতি পুজোও ৷ মহারাষ্ট্রজুড়ে ক্লাবগুলি গণেশ নিরঞ্জনের শোভাযাত্রা বের করেছে আজ সকাল থেকেই। যার জন্য মুম্বইয়ে ২৪ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ মুম্বইয়ের অন্যতম সেরা পুজো লালবাগচা রাজা-র গণেশ প্রতিমা এবারও গোটা দেশের বিশেষ আকর্ষণ। ১৫ কোটি টাকা দামের সোনা, মণিমুক্ত খচিত মুকুটে সত্যিই তিনি রাজা। সেই লাল বাগচা রাজা-র নিরঞ্জন আজ। এর পাশাপাশি অধিকাংশ গণেশকে আরব সাগরে বাপ্পাকে বিদায় জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ পৌর কর্তৃক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিসর্জন প্রক্রিয়াকে ঘিরে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷ সর্বত্রই শান্তিপূর্ণভাবে নিরঞ্জন সারা হয়েছে ৷ মুম্বই শহরজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ৷ একইসঙ্গে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর সদস্যদেরও রাস্তায় রয়েছে ৷ যে কোনও পরিস্থিতির জন্য তাঁদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে তেলেঙ্গানার সবথেকে বড় গণেশ অর্থাৎ ৭০ ফুটের খয়রাতাবাদের গণেশ মূর্তিকে হুসেন সাগরে মঙ্গলবার দুপুরেই নিরঞ্জন দেয় ক্লাব কর্তৃপক্ষ ৷ পাশাপাশি আরও ক্লাব কর্তৃপক্ষের গণপতির মূর্তিগুলির শোভাযাত্রা বেরিয়েছে ৷ কোনও কোনও প্রতিমার বিসর্জনও হয়ে গিয়েছে ৷