রাজ্য সরকারের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন বলে বুধবার সকালেই মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা। আজইi বৈঠকের আর্জি জানিছেন জুনিয়র ডাক্তার-রা। সেই ইমেলে তাঁরা উল্লেখ করেছেন, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি। সেই দাবি সমাধানের আশাতেই ইমেল করলেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের তরফে উত্তরের আশায় তাঁরা। তবে এখনই উঠছে না কর্মবিরতি। আন্দোলনকারীদের পাঠানো ইমেলে মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। জানিয়েছেন, এত দিন তাঁরা যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধরনা-অবস্থান করছেন, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি এখনও মেটেনি। সেই দাবি নিয়ে বুধবারই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। শুধু মুখ্যসচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তাঁরা। তবে ধরনা বা কর্মবিরতি ওঠার বিষয়ে এখনই কোনও স্পষ্ট বার্তা দেননি আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।