দেশ বিজ্ঞান-প্রযুক্তি

চন্দ্রযান-৪ মিশনের অনুমোদন দিল কেন্দ্র

চন্দ্রযান-৩-এর সাফল্যে গর্বিত ভারত। তার মধ্যেই ইসরোর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। এ বার পালা চন্দ্রযান ৪-এর। প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বুধবার সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রও। চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে আনার পরিকল্পনা নিয়ে নয়া অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইসরো। তবে এ বার আর চাঁদের বুকে সলিল সমাধি নয়। সেখান থেকে নমুনা সংগ্রহ করে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসারও পরিকল্পনা ইসরো-র। চন্দ্রযান ৩-এর সুলভ বাজেটে নজর কেড়েছিল সব মহলের। জানা যাচ্ছে, চন্দ্রযান-৪ অভিযানের বাজেট রাখা হয়েছে ২১০৪.০৬ কোটি টাকা। মহাকাশ অভিযানের যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে ভারতের, সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রযান-৪ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিজ্ঞানীদের। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রেখে নজির গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এ বার নয়া মাইলফলক ছোঁয়ার পালা ইসরোর।