কলকাতা

পর্যটনে দেশের সেরা বাংলার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের লালবাগের বড়নগর গ্রাম

রাজ্যের মুকুটে নয়া পালক। ‘সেরা পর্যটন গ্রাম’-এর তকমা পেল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের লালবাগের বড়নগর গ্রাম। কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি-পর্যটন প্রতিযোগিতায় ‘সেরা পর্যটন গ্রাম’-এর তকমা পেল বাংলার এই গ্রাম। X হ্যান্ডলে এই সুখবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কেন্দ্রের ‘সেরা পর্যটন গ্রাম’-এর পুরস্কার বাংলার হাতে তুলে দেওয়া হবে বলেই জানান তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন X হ্যান্ডলে লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের কৃষি-পর্যটন বিভাগের প্রতিযোগিতায় ‘সেরা পর্যটন গ্রাম’-এর তকমা পেয়েছে মুর্শিদাবাদের বড়নগর গ্রাম। এই খবরে আমি আপ্লুত। এ রাজ্যে যে অনন্য ভান্ডার রয়েছে, আরও বেশি করে তার প্রচার করে বিশ্বের দরবারে পৌঁছে দেব আমরা।’’