কলকাতা

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস !

দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উৎসবের আনন্দ মাটি করে দিতে পারে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেটি কতটা শক্তিশালী এবং এর অভিমুখ কোন দিকে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও ভিজবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।