কলকাতা

‘বিচারের দাবিতে আন্দোলন চলবে’, মুক্ত হয়েই শ্যামবাজারের অবস্থান মঞ্চে বাম নেতা কলতান দাশগুপ্ত 

জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলা ভাইরাল অডিয়ো ক্লিপ-কাণ্ডে বিধাননগর পুলিশের হাতে ধৃত সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আজ জেল থেকে ছাড়া পেলেন । মালা, ফুলের তোড়ার সঙ্গে লাল আবিরে রাঙিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত নেতাকে বরণ করে নিলেন দলের ছাত্র-যুবরা । স্লোগান উঠল থানা চত্বরে । মুক্ত হয়েই কলতান সোজা চলে গেলেন শ্যামবাজারে, সিপিআইএমের ছাত্র, যুব ও মহিলাদের অবস্থান মঞ্চে । আরজি করের তরুণী চিকিৎসকের বিচারের লড়াই আরও জোরদার করার বার্তা দিলেন তিনি ৷ তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি করেছিলেন, জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলা করে সরকারকে বিপাকে ফেলার চক্রান্ত করেছেন বাম নেতা কলতান দাশগুপ্ত । সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানা টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মুখপত্র যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তকে । এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি । পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ।