পেজার বিস্ফোরণ ও ওয়াকি-টকির মাধ্যমে হামলার রেশ কাটতে না-কাটতেই লেবাননে এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ এই হামলায় প্রাণ হারিয়েছেন ৫০০ জনের বেশি ৷ আহত দেড় হাজারেরও বেশি মানুষ ৷ লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে ৩৫ জন শিশু ও ৫৮ জন মহিলা রয়েছেন ৷ 2006 সালের ইজরায়েল-হিজবুল্লা যুদ্ধের পর এই প্রথম এতো বড় হামলা চালাল ইজরায়েলি সেনা ৷ এমনই দাবি করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ৷ পেজার হামলার পর লেবানিজদের দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ একটি অডিয়ো বার্তায় তিনি লেবানিজদের ইজরায়েলে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেন ৷ অভিযান শেষ হলে তাঁরা ফের দেশে ফিরতে পারবেন বলেও জানান নেতানিয়াহু ৷ তারপরই ইজরায়েল-লেবানন সীমান্তবর্তী এলাকায় এয়ারস্ট্রাইক চালায় আইডিএফ ৷ ইজরায়েল সেনার মুখপাত্র রিয়ার অ্যডমিরাল ড্যানিয়ল হাগারি জানান, লেবানিজদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল ৷ তাঁদের আশ্রয় দেওয়ার জন্য সেনার তরফে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয় ৷ তিনি বলেন, “ইজরায়েলের সীমান্ত থেকে হিজবুল্লাদের সরাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব আমরা ৷” সেই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজনে এবার স্থলপথেও লেবানন আক্রমণ করবে আইডিএফ ৷