ক্রাইম

কেরলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিপিএম বিধায়ক এম মুকেশ, পেলেন জামিন

ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার কেরলের বাম বিধায়ক, অভিনেতা এম মুকেশ। তবে আদালত থেকে আগাম জামিন নিয়ে রেখেছিলেন তিনি। ফলে ছাড়া পেয়ে গেলেন! হেমা কমিটি রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। মালয়ালি চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এখন ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠছে। সেই তালিকায় রয়েছে মুকেশও। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক অভিনেত্রী। সেই অভিযোগে ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিস। গঠন করা হয়েছে সিট বা বিশেষ তদন্তকারী দল। এদিন সিটের সামনে হাজিরা দেন মুকেশ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিধায়ক পুলিস প্রথমে গ্রেফতার করলেও, পরে জামিনে ছেড়ে দেয়।  গ্রেফতারির পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। এদিকে মুকেশের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকেই কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট বিধায়কের ইস্তফার দাবিতে সরব হয়েছে। এমনকি এলডিএফের শরিক সিপিআই নেত্রী অ্যানি রাজা বুধবার মুকেশের ইস্তফা চেয়ে জোটের অন্দরে সরব হয়েছিলেন বলে একটি সূত্রে খবর। যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত বিধায়ক।