দেশ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, FIR-এর নির্দেশ আদালতের

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল বিশেষ জনপ্রতিনিধি আদালত ৷ নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগে নির্মলা এবং অন্যদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর-এর নির্দেশ দেয় বেঙ্গালুরুর স্পেশাল কোর্ট অফ রিপ্রেজেন্টেটিভস ৷ নির্বাচনী বন্ডের মাধ্য়মে ভয় দেখিয়ে টাকা তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ স্পেশাল কোর্ট অফ পিপল’স রিপ্রেজেন্টেটিভস-এ এই অভিযোগ জানিয়েছিলেন আদর্শ আইয়ার ৷ তিনি জনধিকার সংঘর্ষ পরিষদ-এর (জেএসপি) সহ-সভাপতি ৷ শুক্রবার এই মামলার শুনানিতে আদালত তিলক নগর থানাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় ৷ গত এপ্রিলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ ৷ সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, ইডির আধিকারিক, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, বিজেপির জাতীয় স্তরের নেতা এবং কর্ণাটকের তৎকালীন বিজেপি সভাপতি নলীন কুমার কাটিল, বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল জেএসপি। এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নির্মলা সীতারমনের ইস্তফা দাবি করেছেন ৷ তিনি বলেন, “জনপ্রতিনিধি আদালত নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বন্ডের সম্পর্ক কী ? তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে ৷ তাহলে তাঁর কি ইস্তফা দেওয়া উচিত নয় ? আমার ক্ষেত্রে নিম্ন আদালত সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে ৷ ৩ মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে ৷”