জেলা

ভারী বৃষ্টিতে ধসে বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং, বাড়ছে তিস্তার জলস্তর, সতর্কতা জারি করল সেচ দফতর

অবিরাম বৃষ্টি চলছে বৃহস্পতিবার থেকে। শুক্রবার সকালে নতুন করে ধস নামে দার্জিলিঙের মিরিক, ঘুম, সুখিয়া পোখরি রোডে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। ধস নেমেছে লোয়ার সিটংয়ের ডায়েরি গাঁওয়ে। এ ছাড়াও ধসের কবলে দুধিয়া, পানিঘাটা রোডও। তবে বেশ কিছু জায়গায় ধস সরানোর কাজ চলছে। রাস্তার একাংশ দিয়ে গাড়ি চলাচলও শুরু হয়েছে। তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করল সেচ দফতর ৷ পাহাড়ে লাগাতার বৃষ্টিতে জলের জল বাড়ল তিস্তায় ৷ তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ অন্যদিকে তিস্তা নদীর ময়নাগুড়ির দোমহনি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জাতি করেছে সেচ দফতর ৷ অন্যদিকে, বৃহস্পতিবার রাত থেকেই ফুঁসছে তিস্তা নদী ৷ লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের জেলাগুলি ৷ আবহাওয়া অফিসের আশঙ্কা সত্যি করে গতকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে ৷ তার জেরে বিপর্যস্ত সাধারণ মানুষ ৷ গতকাল থেকে তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকার বেশ কিছু জায়গায় ভাঙন শুরু হয়েছে ৷ তিস্তা নদীর জলে জলমগ্ন হয়েছে সদর ব্লকের বাহির চর এলাকা ৷ সেখানে 50টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেচ দফতর (নর্থ ইস্ট) বিভাগ সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকাল থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে ।উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্ক জারি করেছিল আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছিল ৷ সেই পূর্বাভাস অনুযায়ী লাগাতার বৃষ্টি হয়েই চলেছে ৷ পাশাপাশি কোচবিহার জেলায় কমলা সতর্কতা ও দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ আগামী 28 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ির আঞ্চলিক আবহাওয়া অফিসের পক্ষ থেকে ৷